বরিশাল অফিস :: সুইজারল্যান্ডের এম্বাসেডর প্রতিনিধি সাবিনা ইয়াসমিন লুবনা মঙ্গলবার সকালে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি পরিষদের কার্যক্রম দেখে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ভূয়শী প্রশংসা করে মাহিলাড়াকে স্মার্ট ইউনিয়ন হিসেবে অভিহিত করেছেন। সকাল দশটায় প্রতিনিধিদল পরিদর্শনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে পরিষদের হলরুমে ইউনিয়নের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সাথে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
রূপান্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুইজারল্যান্ডের এম্বাসেডর প্রতিনিধি সাবিনা ইয়াসমিন লুবনা, হেলবেটাস প্রতিনিধি ও অপরাজিতা প্রকল্পের পরিচালক প্রশান্ত ত্রিপুরা,
ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, প্রিপ ট্রাস্টের প্রোগ্রাম সমন্বয়কারী শেফালী বেগম, খান ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী ওমর খৈয়ম প্রমুখ।