বরিশাল অফিস :: বরিশাল জেলার হিজলা উপজেলায় অবৈধ দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বুধবার ( ২৪ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ অভিযান করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এএইচএম রাসেদ।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড ইনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী হাকিম সালেহা সুমি এ অভিযানের নেতৃত্ব দেন।
উপ-পরিচালক রাদেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুপুর দেড়টার দিকে হিজলা উপজেলার চর দুর্গাপুর গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের আরবিসি ইটভাটায় অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করায় এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।’পরে একই এলাকার একই অভিযোগে এমএমবি ব্রিকস গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও উভয় ভাটার ২০ লাখ তৈরি ইট ধ্বংস করা হয়েছে।
অভিযানে বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী সহ এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বরিশাল জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ফায়ার সার্ভিস, বরিশাল সহযোগিতা করেন।