শিরোনাম

কলাপাড়ায় নিয়োগ অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

Views: 41

 

মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ৪ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নিয়েও নিয়োগ না দেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

পরে টাকা ফেরত দেয়াসহ নিয়োগ সংক্রান্ত গুরুতর অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নিয়োগপ্রার্থী পাঁচ সদস্য।

গতকাল সকালে কলাপাড়া প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের আয়া পদে নিয়োগ প্রার্থী মোসা. সোনিয়া বেগম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, পূর্ব-মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী এই তিনটি পদে নিয়োগ দেয়ার জন্য পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। এ বিজ্ঞপ্তির পর তারা আবেদন করে। এ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছরের ১৭ই ফেব্রুয়ারি। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাম হোসেন প্রতি পদের জন্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করে। প্রার্থীরা এ টাকা না দেয়ায় প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে। ফলে কিছু পরীক্ষার্থী নিয়োগ পরিচালনা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পরে ২১শে অক্টোবর নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করেন। পরীক্ষার একদিন আগে প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের জনপ্রতি ৫ লাখ টাকা দাবি করে। ওই সময় সোনিয়া বেগম ৪ লাখ টাকা দিলেও তাকে নিয়োগ দেননি। নিয়োগ দেয়া হয়েছে সভাপতি মো. বশির আহম্মেদ ও প্রধান শিক্ষক মো. আলাম হোসেনের মনোনীত প্রার্থীদের। পরে তাকে ঘুষের ৩ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফেরত দেননি।

অপরদিকে পূর্ব-মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৬ জনের বিরুদ্ধে নালিশি মামলা আমলে নিয়ে ওসি, কলাপাড়াকে এজাহার গণ্যে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.  গোলাম মোস্তফা্থর নালিশি মামলা দায়েরের পর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালত এ আদেশ প্রদান করেন।

আদালতের বেঞ্চ সহকারী  মো. কাইয়ুম এ আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় পূর্ব-মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বশির আহম্মেদ (৫৭), প্রধান শিক্ষক মো. আলম  হোসেন (৫৫), সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন (৪৫),  মো. শাহিন হাওলাদার (৪২),  মো. হাসান (৪০), মো. সাইদুর রহমান (৩৫)সহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি  মো. আলী আহম্মেদ জানান, মামলার বিষয়ে জেনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *