চন্দ্রদীপ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় সামরিক হামলায় নির্বিচার হত্যাকাণ্ডে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দেওয়া হবে কিনা, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) শুক্রবার সে সিদ্ধান্ত দেবেন।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় এ সিদ্ধান্ত ঘোষণা করবে জাতিসংঘের সর্বোচ্চ এ আইনি সংস্থা। আপিল ছাড়াই আইসিজের এর সিদ্ধান্ত মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে তা মানার জন্য কোনো দেশের ওপর শক্তি খাটাতে পারেন না এ আদালত। এটি অস্থায়ী ব্যবস্থার জন্য দক্ষিণ আফ্রিকার আটটি অনুরোধের কিছু বা সব মঞ্জুর করলেও ইসরায়েল তা মেনে চলবে কিনা, তা স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, সিদ্ধান্ত ইসরায়েলের বিপক্ষে গেলে ভীষণ চাপে পড়বে ইহুদিবাদী দেশটি। আন্তর্জাতিক অঙ্গনে তাদের মর্যাদা আরও ভূলুণ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেডি পান্ডর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজেতে উপস্থিত থাকবেন।
ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে কিনা, সে প্রশ্নের সুরাহা আজ করবেন না বিশ্ব আদালত হিসেবে খ্যাত আইসিজে। শুধু জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।