শিরোনাম

‘জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পায়রা বন্দর’

Views: 43

বরিশাল অফিস:: পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, পায়রা বন্দর শুধু দক্ষিনাঞ্চল নয়, দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পায়রা বন্দর হচ্ছে বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প। এ লক্ষ্য নিয়ে চলমান উন্নয়ন কাজগুলোকে দ্রুত এগিয়ে নিতে দিন রাত কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে এ বন্দর ব্যবহার করে দেশী আমদানীকারকরা বিদেশ থেকে পণ্য আমদানি করতে শুরু করেছে।

পণ্য আমদানীর জন্য আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় পায়রা বন্দরের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর চেয়ারম্যান এ কথা বলেন। মতবিনিময় সভায় তিনি আরও বলেন, পটুয়াখালীতে হবে জাহাজ মেরামতের স্লিপওয়ে। এ লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে নতুন চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন চৌধুরী পায়রা বন্দরের দায়িত্ব গ্রহন করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. সোহরাব হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর রাজিব ত্রিপুরা, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা এবং উপপরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর, জনকন্ঠের উপজেলা প্রতিনিধি মেজবাহউদ্দিন মাননু, প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, ৭১ টিভি ও আমাদের বার্তার কলাপাড়া প্রতিনিধি মিলন কর্মকার রাজু, সময় টিভির পটুয়াখালী স্টাফ রিপোর্টার সিকদার জাবির হোসেন, এখন টিভির কলাপাড়া প্রতিনিধি জসীম পারভেজ। মতবিনিময় সভার শুরুতে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন ও বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেককে ফুলেল শুভেচছা জানানো হয়।

গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কতৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়। এর আগে তিনি চট্রগ্রাম অঞ্চলে নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *