বরিশাল অফিস : মালয়েশিয়ায় কাজের সময় শরীরের উপর দেয়াল ভেঙ্গে পরে গুরুত্বর আহত সোহরাব সরদার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মৃত সোহরাব জেলার গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের মৃত মুজাম্মেল সরদারের ছেলে। স্বজনরা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারী মাসে মালয়েশিয়ায় কাজ করার সময় শরীরের উপর দেয়াল ভেঙ্গে পরে গুরুত্বর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন সোহরাব। এরপর তাকে দেশে ফিরিয়ে এনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
দীর্ঘ ছয়মাস চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বিকেলে বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি (সোহরাব) মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার সকালে মৃত রেমিটেন্সযোদ্ধা সোহরাব হোসেনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।