বরিশাল অফিস ‘: বরিশালের নদ-নদীতে অবাধে শিকার হচ্ছে ইলিশের পোনা” শিরোনামে গত ২৭ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে জেলার বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা ও সুগন্ধা নদীতে বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ৩৮টি বেহুন্দী, ২০ হাজার মিটার কারেন্ট এবং একটি মশারি জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জেলা মৎস্য কর্মকর্তা ইলিশ বিমল চন্দ্র দাস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কম্বিং অপারেশনে র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বাবুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, যৌথভাবে কম্বিং অপারেশনে জব্দ করা নিষিদ্ধ জালসহ মাছ ধরার অন্যান্য সরঞ্জামাদি আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।