বরিশাল অফিস :: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলা গড়ার। সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারেননি। কিন্তু একটি স্বপ্ন বাস্তবায়নে ভিত তিনি রচনা করে গিয়েছেন যে ভিতের উপরে ভিত্তি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
রবিবার(২৮ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৯৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর কোন দরিদ্র তম জনগোষ্ঠী দেশ না,বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, ২০৩০ সালে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ ও ৪১ সালের ভিতরে সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। তার সাথে যুক্ত হয়ে বাংলার ১৭ কোটি মানুষকে আপামর জনগণকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হচ্ছে আমার আশা এই কার্যক্রমে বরিশালের মেয়েরাও এগিয়ে থাকবে। তোমাদের উপরে নির্ভর করে বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে তোমাদের মত মেধাবী ছাত্র-ছাত্রী প্রয়োজন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, বরিশাল শিক্ষা নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মহবুবা হোসেনসহ অন্য অন্যরা।
শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অতিথিরা। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন।
পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী পানিসম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।