শিরোনাম

আজ শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি

Views: 58

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশি,  বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অস্বচ্ছল ব্যক্তি—এ চার শ্রেণির ব্যক্তিদের নিয়ে আপাতত পেনশন কর্মসূচি চালু হচ্ছে।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় নিয়েই চালু হচ্ছে সর্বজনীন পেনশন কর্মসূচি। আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী- চার ধরনের পেনশন কর্মসূচি চালু হচ্ছে। বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ আর দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ শীর্ষক কর্মসূচি চালু হচ্ছে।

প্রগতি’ ও ‘সুরক্ষা’ কর্মসূচির আওতায় মাসিক চাঁদা ১ হাজার থেকে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ‘প্রবাসী’ কর্মসূচিতে মাসিক চাঁদার হার ৫ হাজার থেকে ১০ হাজার টাকা

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *