শিরোনাম

বরিশালের নির্বাচনে যাচ্ছে না বিএনপি

Views: 63

৯ উপজেলায় নির্বাচনী হাওয়া

বরিশাল অফিস :: বরিশালের ৯ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। উপজেলার তিন চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা, কে প্রার্থী হচ্ছেন, কার জনসমর্থন কতটুকু। আলোচনায় ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক না দেয়ার বিষয়টি। বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দেবে কিনা, তা নিয়ে চলছে বিশ্লেষন।

নির্বাচন কমিশন ঈদের পর ভোট করার বিষয়টি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বরিশাল জেলা নির্বাচন অফিসে কোন নির্দেশনাও আসেনি।

তারপরেও চলছে নিজেদের প্রার্থীতা ঘোষনা দিয়ে সম্ভাব্য প্রার্থীদের চলছে কর্মকান্ড। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের নেতাই বেশি। এছাড়াও শরীক দলের কয়েকজন নেতাও নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থী হিসেবে প্রচার করছে।

বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুন্সী বলেন, নির্বাচন করার কথা বলেছে নির্বাচন কমিশন। কিন্তু এখনো তফসিল ঘোষনা করা হয়নি। তবে নির্বাচন করার সকল প্রস্তুতি রয়েছে। নির্দেশনা পেলে কাজ শুরু করা হবে।

বরিশাল জেলার ১০ উপজেলা রয়েছে। এর মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম দফার ভোট হবে না। নয়টি উপজেলা হলো-সদর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, হিজলা, উজিরপুর, বানারীপাড়া ও বাকেরগঞ্জ। বরিশালের ৯ উপজেলায় ৪০ আওয়ামী লীগের নেতা উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন।

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বাইরে ৯ উপজেলায় চেয়ারম্যান পদে এখন পর্যন্ত শুধুমাত্র উজিরপুর উপজেলায় জাসদ’র (আম্বিয়া) এক প্রার্থী নিজের প্রার্থীতা জানান দিয়েছেন। তিনি হলে-সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজ। এছাড়া স্বতন্ত্র বা অন্য কোন দলের নেতা প্রার্থীতা জানান দেয়ার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি নির্বাচনে যাবে না। কোন নেতাও যাবে না। এটাই আমাদের সিদ্বান্ত।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *