শিরোনাম

মেহেন্দীগঞ্জ-হিজলায় আগে পঙ্কজের, এখন শাম্মী সমর্থকরা আক্রান্ত

Views: 47

বরিশাল অফিস ::আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধে হানাহানির কারণে আলোচিত বরিশালের দুই উপজেলা মেহেন্দীগঞ্জ ও হিজলা। সেখানকার সংসদ সদস্য পঙ্কজ নাথের পক্ষ-বিপক্ষ ঘিরে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ২০১৬ সালে সংঘাতের সূচনা। এর জেরে পঙ্কজ দলীয় পদ হারান এবং মনোনয়নবঞ্চিত হন। এবার স্বতন্ত্র হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। তবে বিরোধীদের সঙ্গে তাঁর সংঘাত থামছে না দুই উপজেলায়। মেঘনাতীরে মাছঘাটের দখল-নিয়ন্ত্রণ নিয়ে এসব ঘটনা ঘটছে। ঘাট দখলে থাকলে অবৈধভাবে আয় হয় কোটি কোটি টাকা।

ভোটে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদকে নৌকার প্রার্থী ঘোষণার পর (পরে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মনোনয়ন বাতিল) পঙ্কজ সমর্থকদের ওপর হামলা ও ভাঙচুর এবং দখল করে বিরোধীরা। ভোটের পর একই অভিযোগ উঠেছে পঙ্কজ সমর্থকদের বিরুদ্ধে। সবশেষ রোববার হিজলার গৌরবদী ইউনিয়নে সংঘর্ষ হয়।

রোববার রাতে হিজলা-গৌরবদী ইউনিয়নের মান্দাবাজারে পঙ্কজবিরোধী গ্রুপের মিরাজ সরদার ও ইউসুফ মিয়াকে কুপিয়েছে প্রতিপক্ষ। ভাঙচুর করা হয় স্থানীয় ইউপি সদস্য ফারুক মাঝির দোকান। হামলাকারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ফখরুল বেপারি, জসিম সিকদার, কাশেম হাওলাদার, চান শরিফ পঙ্কজ এমপির অনুসারী বলে জানা গেছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মোজাম্মেল বেপারি, হোসেন মাঝি, হানিফ হাওলাদার ও রুবেল মাঝিকে গ্রেপ্তার করেছে।

গত সপ্তাহে একই ইউনিয়নের খালিসপুর, ওরাকুল ও গঙ্গাচরণে তিনটি মাছঘাটের পাশে নতুন ঘাট স্থাপন করেছেন পঙ্কজ সমর্থক হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার ও ফখরুল বেপারি। এ ছাড়া গত সপ্তাহে ধুলখোলা ইউনিয়নের মাইট্টালায় হামলা করে একটি মাছঘাট বন্ধ করে দেওয়া হয়। নেতৃত্ব দেন আমির সরদার। আহত হন অন্তত পাঁচজন।

পঙ্কজবিরোধী হিসেবে পরিচিত হিজলা-গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন বেপারি বলেন, ১১ জানুয়ারি থেকে নৌকার কর্মীদের ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে এমপির লোকজন। মাছঘাট দখলের ঘটনায় অভিযোগ দিলেও পুলিশ নেয়নি।

পঙ্কজ সমর্থক স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বেপারি বলেন, কারও মাছঘাট দখল হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের নেতৃত্বে পাঁচটি নতুন ঘাট করা হয়েছে।

এ প্রসঙ্গে পঙ্কজবিরোধী আরেক নেতা হিজলার গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন বলেন, তিনি বর্তমানে এলাকায় নেই, তবে ঘটনাগুলো জানেন। গত শনিবার হিজলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামে হামলায় আহত হন চারজন। আহত ফাতেমা বেগম অভিযোগ করেন, তাদের ওপর পঙ্কজ সমর্থক সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মাতুব্বরের অনুসারীরা হামলা করেছে।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার জানান, তিনি হামলার কথা শুনেছেন। আওয়ামী লীগ নেতা দীপু সিকদার (পঙ্কজবিরোধী) ঝামেলা করেছেন। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এমপিকে গালাগাল করা হয়। তিনি দাবি করেন, গোটা উপজেলায় কোনো মাছঘাট দখলের ঘটনা ঘটেনি। এ ছাড়া ২৫ জানুয়ারি মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকায় বাসায় ঢুকে সৌরভ দাস নামে পঙ্কজবিরোধী কর্মীকে পাইপ দিয়ে পেটানো হয়।

সোমবার মেহেন্দীগঞ্জে মতবিনিময় সভা প্রসঙ্গে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, নির্বাচন-পরবর্তী সহিংসতায় রোববার পর্যন্ত হিজলা ও মেহেন্দীগঞ্জে ১৫টি মামলা হয়েছে। বরিশালের অপর আট উপজেলা মিলিয়েও এত মামলা হয়নি। দুই উপজেলায় কিছু মানুষ খুব হিংস্র। তারা ঘটনাকে অতিরঞ্জিত করে সহিংসতা ছড়ায়। আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এমপি পঙ্কজ নাথ বলেন, গৌরবদী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন মেঘনাতীরে ২৪টি মাছঘাট স্থাপন করে মেঘনা নিয়ন্ত্রণ করছেন। জাটকা নিধন করে মৎস্যসম্পদ ধ্বংস করছেন। অবৈধভাবে বালু উত্তোলন ও চরের মাটি কেটে বিক্রি করছেন। এসব কাজে বাধা দিলে বিষয়টিকে রাজনৈতিক রং লাগিয়ে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা চালান। যা ঘটেছে সব নাটক।

মেহেন্দীগঞ্জ ও হিজলার চারপাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা ও তেঁতুলিয়া নদী ইলিশের অভয়াশ্রম। তীরে গড়ে ওঠা মাছঘাটে কোটি কোটি টাকার বাণিজ্য হয়। চরে আছে নানামুখী বাণিজ্য। স্থানীয় নেতাকর্মীরা মাছঘাট ও চরের বাণিজ্যের নিয়ন্ত্রক হন। এভাবে অর্থের জোরে হন জনপ্রতিনিধি ও ক্ষমতাসীন দলের নেতা। রাজনৈতিক ছত্রছায়ায় এসব বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়াচ্ছে। পঙ্কজবিরোধী অংশটি জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির অনুসারী হিসেবে পরিচিত।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *