বিশ্বে সবচে বেশি ক্যান্সার রোগী অষ্ট্রেলিয়ায়, কম মধ্যপ্রাচ্যে, Dr. Eric Berg এর ভিডিও অবলম্বনে লিখেছেন মো. লতিফুর রহমান।
ডাক্তার বার্গ পরিসংখ্যান দিলেন, সবচেয়ে বেশি ক্যান্সার আক্রান্তের দেশ অস্ট্রেলিয়া। সেখানে প্রতি লাখে ৪৬৮ ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হয়। অন্যদিকে সৌদি আরবে মাত্র ৯৬ জন। অধিকাংশ মধ্যপ্রচ্যের দেশে ১০০ এর আশেপাশে।
এই কমের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন..
০১.
মুসলিম দেশ হওয়ায় তারা বছরে এক মাস রোজা রাখে। রোজায় সারাদিন এক্সটারনাল ফুড না নিলেও শরীরে ঠিকই এনার্জির প্রয়োজন হয়। এসময় কোষগুলো টক্সিক ও ফ্যাট খেয়ে এনার্জির প্রয়োজন মেটায়। এতে সম্ভাব্য ক্যান্সার কোষগুলো খাওয়া হয়ে যায়।
এছাড়া এসময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। কিলার টি সেল উৎপাদন বেড়ে যায় যা ক্যান্সার ও অন্যান্য জীবানুর বিরুদ্ধে সরাসরি কাজ করে।
০২.
মধ্যপ্রাচ্যের দেশে ধুমপায়ীর সংখ্যা কম, বিশেষ করে নারী ধুমপায়ী। সারা পৃথিবীর ২০% মানুষ যেখানে ধুমপায়ী সেখানে এসব দেশে সেটা ৯% এরও কম। কিছু দেশে সেটা ২-৩%। আর ধুমপান ক্যান্সারের জন্য দায়ী।
০৩.
মুসলিম দেশ হওয়ায় তারা এ্যালকোহল পান করে না। এটাও ক্যান্সারে কম আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।
এই কারণগুলো বলে ডাক্তার সাহেব নিজেই ভাবছিলেন মধ্যপ্রাচ্যে ক্যান্সার আক্রান্তের সংখ্যা তো আরও কম হওয়ার কথা। কিন্তু কেনো তারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে? ডাক্তার সাহেব উত্তর দিয়েছেন।
কম হলেও যেকারণে তারা ক্যান্সার আক্রান্ত হচ্ছে
০১.
তারা অতিরিক্ত খাওয়া দাওয়া করে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুগার খায়।
০২.
রোদে কম বের হবার কারণে তারা ভিটামিন ডি এর অভাবে ভোগে। অথচ ভিটামিন ডি ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে।
বাংলাদেশে ক্যান্সার রোগের কী অবস্থা?
প্রথম আলোর ৪ ফেব্রুয়ারি ২০২২ এর তথ্য মতে, বাংলাদেশে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয় দেড় লাখ মানুষ। আর মারা যায় এক লাখের বেশি।