শিরোনাম

বরিশালে এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Views: 41

বরিশাল অফিস :: বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জেলা পর্যায়ে বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি) দুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদার সঞ্চালনায় বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক বৃন্দরা।

শুরুতে ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভার উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে। বরিশাল জেলায় মোট ৯৬টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এদের মধ্যে ছাত্র সংখ্যা ২০৮০২ জন, ছাত্রী সংখ্যা ২০৫৮৮ জন, মোট শিক্ষার্থীর সংখ্যা ৪১৩৯০ জন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *