বরিশাল অফিস :: বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদর রোডস্থ ফাতেমা সেন্টারের আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং স্থানে থাকা একটি প্রাইভেট কারে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে কালো ধুয়ায় ছড়িয়ে পড়ে এঘটনা দেখে ফাতেমা সেন্টারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের পাঁচটি ইউনিট দ্রæত ঘটনাস্থানে ছুটে এসে প্রথমে গ্যাস ছেড়ে আগুন নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টা চালান। আজ বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) রাত সোয়া আটটার দিকে এ আগুন সুত্রপাত ঘটে। ফায়ার ব্রিগেডের সদস্যরা দীর্ঘ ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময় বরিশাল সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, গাড়ি পার্কিং এর স্থানে থাকায় একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । আমরা দ্ররুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির অভিমান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ছাড়া মূল কী কারণে আগুনে সূত্র হয়েছে তদন্ত সাপেক্ষে আগে নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ সময় উপস্থিত, অতিরিক্ত মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার ফজলুল করিম তিনি জানান, তারা আগুনে সংবাদ শুনে দ্রæত ঘটনা স্থলে ছুটে আসেন। এবং জনতার ভিড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। এর পূর্বে ঘটনাস্থলে জনতার বীর সামলাতে পুলিশের বেগ পেতে হয়। এঘটনায় তদন্ত করে পরবর্তী সময়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করা
হবে।