বরিশাল অফিস:: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না – ফুলঝুড়ি সড়কটি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের নামে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার এক অনারাম্বড় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ সড়কের নাম ফলক উন্মোচন করেন।স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সি: সাংবাদিক চিত্ত রন্জন শীল, গৌরিচন্না টিবিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক রেজাউল ইসলাম টিটু। বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ার এর নামে সড়কের নাম করায় বর্তমান সরকার তথা জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।