শিরোনাম

ভোলায় জেলেদের মধ্যে জাল বিতরণ

Views: 57

বরিশাল অফিস :: জেলার সদর উপজেলায় আজ ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’র আওতায় সুফলভোগি জেলেদের মধ্যে বৈধ জাল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলেদের হাতে এসব জাল তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হেমায়েত উদ্দিন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক (বরিশাল বিভাগ) নৃপেন্দ্র নাথ বিশ্বাস, প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে মোট ৯৬ জন জেলের মধ্যে বৈধ জাল বিতরণ করা হয়েছে। প্রত্যেকটি জাল একহাজার ৭০০ ফুট লম্বা।

এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন ভোলা সার্কিট হাউসের হলরুমে ইলিশ সম্পদ সংরক্ষণে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *