বরিশাল অফিস :: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে গিয়ে নিজের শটগানে গুলি ভর্তি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ কনস্টেবল।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চর শেফালীর নলচর খালের মুখে এ ঘটনা ঘটে। আহত মো. কায়সার আহমেদ মেহেন্দিগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। বিকালে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন।
তিনি বলেন, ‘অবৈধ জাল দিয়ে নদীতে জাটকা শিকার বন্ধে মৎস্য বিভাগের সঙ্গে অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় কায়সার তার শটগানে গুলি লোড করতে ছিলেন। অসাবধানতাবশত গুলি কায়সারের বাঁ পায়ের বুট ভেদ করে গায়ে লাগে। তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।’
অভিযানে অংশ নেওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘শটগানে গুলি লোড করতে গিয়ে অসাবধানতাবশত গুলিবিদ্ধ হন কনস্টেবল কায়সার। দ্রুত তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়া হয়েছে। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গজালিয়া নদীতে অভিযান চালানো হয়েছে। অভিযানে র্যাব, কোস্টগার্ড ও পুলিশ সহায়তা করেছে। দিনভর অভিযানে অবৈধ ২০টি পাইজাল, আটটি বেহুন্দি জাল ও ৫০টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।’