শিরোনাম

রাস্তাঘাটের বেহাল অবস্থায় বিব্রত পটুয়াখালীর সাংসদ

Views: 44

মো: আল-আমিন (পটুয়াখালী): রাস্তাঘাটের অবস্থা খারাপ থাকায় নির্বাচনের সময়ে ভোট চাইতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন  সাংসদ এস এম শাহজাদা।

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে পটুয়াখালী-৩ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।

সম্পূরক প্রশ্নে এস এম শাহজাদা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু টেন্ডার হওয়ার পর থেকে অনেকগুলো কাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত হয়ে আছে। অবস্থাটা এখন এমন হয়েছে যে, ওই রাস্তায় কাজ না ধরলেই ভালো হতো। কাজগুলো থেমে থাকার কারণে জেলা নির্বাহী প্রকৌশলীকে বার বার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না। এ জন্য নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।

এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “বৈশ্বিক অস্থিতিশীলতার কারণে নির্মাণ সামগ্রীর দাম অনেকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে যেসব কাজে ঠিকাদাররা অংশ নিয়েছিল, পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ঠিকাদাররা কাজ করতে অনীহা প্রকাশ করেছে। আমরা বাস্তবতা উপলব্ধি করে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে এ সমস্ত উপকরণের দাম বৃদ্ধি করি।

“যেহেতু আমাদের আইনগত বাধ্যবাধকতা আছে তাই যে কাজগুলো ঠিকাদাররা বাস্তবায়ন করবেন না সেগুলোর ক্ষেত্রে নতুন টেন্ডার করা ছাড়া আমাদের বিকল্প নেই। এ প্রক্রিয়াটি করতে গিয়ে আমাদের সময়ক্ষেপণ হচ্ছে।”

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “আমার নির্বাচনী এলাকাসহ অনেক এলাকায় ঠিকাদাররা কাজ পেয়েছিল, কিন্তু বাস্তবায়ন করতে পারেননি, তাদের এ সমস্ত কাজ বাতিল করে নতুন করে ঠিকাদার নিয়োগ করে সেগুলো বাস্তবায়ন করা হবে।”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *