বরিশাল অফিস :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলার গৌরনদী উপজেলার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর পক্ষে গণসংযোগকালে রাশেদ হাওলাদার নামের এক যুবলীগ নেতাকে পিটিয়ে রক্তাক্ত জখমসহ বাম পা ভেঙে দিয়েছে কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
মূমূর্ষ অবস্থায় আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাশেদ গৌরনদী পৌরসভা ২নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গৌরনদী উপজেলা শাখার যুগ্ন সম্পাদক। মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত রাশেদ হাওলাদার অভিযোগ করে বলেন, সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সমর্থনে সোমবার সন্ধ্যায় গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় গণসংযোগ করছিলাম।
এ সময় উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নির্দেশে ছাত্রলীগ কর্মীরা আমার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা আমার বাম পা ভেঙে দিয়েছে।
বরিশাল গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।