শিরোনাম

রাঙ্গাবালীতে চেয়ারম্যানের প্রতি ইউপি সদস্যদের অনাস্থা

Views: 49

মো: আল-আমিন (পটুয়াখালী): অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান এ.কে শামসুদ্দিন আবুকে অনাস্থা দিয়েছে সকল মেম্বাররা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গাবালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অনাস্থার বিষয়টি প্রকাশ করেন ইউপি সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নম্বর ওয়ার্ড মেম্বার জালাল ডাক্তার। এ সময় ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যের প্রত্যেকেই উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে পরিষদের সকল সদস্যরা স্বাক্ষর করে চেয়ারম্যান আবু শামসুদ্দিনের অনাস্থার জন্য। পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন।

লিখিত বক্তব্য ও অভিযোগে উল্লেখ করা হয়, যে চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান এ কে শামসুদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার কারণে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ মোট ১২ জন অনাস্থা প্রকাশ করেন। চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সব উন্নয়নমূলক কাজ কাবিখা, কাবিটা, টি আর, এল জি এসপি, এডিপি, মৎস, চল্লিশ দিন এবং উন্নয়নমূলক তহবিলের সকল কাজকর্ম চেয়ারম্যান একা করেন। ইউপি সদস্যদেন নামমাত্র সিপিসি করা হয়। কিন্তু কোনো কিছু আলোচনা না করে আগাম স্বাক্ষর ও রেজুলেশন করেন। ইউনিয়ন পরিষদের রেজুলেশন কোনো সদস্য বা সদস্যাদেরকে না পড়িয়ে শুধুমাত্র সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। বিগত এক বছর যাবত ইউনিয়ন পরিষদের কোনো সদস্য বা সদস্যাগণকে সম্মানি ভাতা দেওয়া হয়নি। জন্মনিবন্ধন এবং টেক্সের কোনো হিসাব নিকাশ না দিয়ে নিজে আত্মসাত করেন। ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. বেলায়েত হোসেনের কাছ থেকে সারের ডিলার ও টিউবওয়েল বাবদ দুই লাখ ৮০ হাজার টাকা নেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বেল্লালের কাছ থেকে টিউবওয়েল বাবদ দুই লাখ টাকা, ৩ নম্বর ওয়ার্ড সদস্য আলী আক্কাসের কাছ থেকে মুজিববর্ষের ঘর ও টিউবওয়েল বাবদ ৩ লাখ ৬০ হাজার টাকা ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসেনের কাছ থেকে মুজিববর্ষের ঘর বাবদ ৬০ হাজার টাকা নেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের অনেক অনিয়ম জন সাধারণের মধ্যে পরিলক্ষিত হয়। জনগণের জন্য বরাদ্দকৃত সরকারি টাকা আত্মসাৎ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. জালাল ডাক্তার, ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজু গাজি, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলি আক্কাস সরদার, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুক্কুর বয়াতি, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. মাইনুল, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. বেল্লাল খান, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোসারেফ মাতবর , ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলমগীর মাল, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. লোকমান চৌকিদার, সংরক্ষিত মহিলা সদস্য মোসা. মোর্সেদা বেগম, মোসা. হেনা বেগম ও মোসা. রুনু খান।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগে চেয়ারম্যানের অনাস্থা চেয়ে সকল ইউপি সদস্যরা স্বাক্ষর করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয় সিদ্ধান্ত নিবেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *