মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার দিবা গতো রাতে অভিযান চালিয়ে রাঙ্গাবালী নদী ও সাগর মোহনা থেকে এ জালগুলো জব্দ করা হয়।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, বিশেষ অপারেশনের তৃতীয় ধাপের দ্বিতীয় দিন বুধবার দিনভর অভিযান চালায় পুলিশ ও মৎস্য বিভাগ। যৌথ পরিচালিত এই অভিযানে উপজেলার সোনার চর, কলাগাছিয়া, চরআন্ডা এবং বঙ্গোপসাগরের মোহনা থেকে আনুমানিক ১১ হাজার মিটার কারেন্ট জাল, ২১টি বেহুন্দি জাল এবং ১৭টি চরঘেরা জাল জব্দ করা হয়।
পরে জালগুলো সদর ইউনিয়নের সামুদাবাদ স্লুইজ ঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকার।
তিনি আর বলেন, নিষিদ্ধ জালগুলো যদি বিক্রি করা না হতো, তাহলে জেলেরা কিনতেও পারতো না। আর ক্ষতিগ্রস্তও হতো না। এজন্য অবৈধ জাল উৎপাদন এবং বিপণন বন্ধ প্রয়োজন।
এ ব্যাপারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, ছোট ফাঁসের এবং নিষিদ্ধ জাল উৎপাদন ও বিপণন বন্ধে সরকারের পদক্ষেপ নেওয়া জরুরি। এই নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে মাছের রেনুপোনা, জলজ উদ্ভিদ ও জলজ প্রাণীও। এর ফলে দিনদিন মাছের উৎপাদন কমবে। তাই মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা প্রয়োজন।