মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুমন মোল্লা নামে এক তরুণ আরোহীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিহতের বন্ধু আপন নামে আরো এক তরুণ।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার টিয়াখালী ইউপির নাচনাপাড়া বঙ্গবন্ধু কলোনি সংলগ্ন সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বিকেলে আপন তার বন্ধু সুমন মোল্লাকে নিয়ে ওই পথে মাছ বাজারে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ছিটকে পরে দুই তরুণ। পরে হাসপাতালে নেয়া হলে সুমনের মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।