বরিশাল অফিস :: পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল উল্টে মো. সুমন মোল্লা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুমন মোল্লা উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের মো.খোকন মোল্লার ছেলে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে পৌরশহর সংলগ্ন নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানান, কাজ শেষে সুমন বিকাল ৪ দিকে গ্রামের বাড়ি থেকে কলাপাড়াতে ফিরছিলেন। কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল নিয়ে উল্টে সড়কের ওপর পড়ে যান। আহতাবস্থায় তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হচ্ছে।