শিরোনাম

বরিশালের রান পাহাড় টপকাতে পারল না ঢাকা

Views: 47

চন্দ্রদীপ নিউজ: সৌম্য-মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ১৩৯ রানের জুটিতে ভর করে ফরচুন বরিশাল পায় ১৮৯ রানের বিশাল সংগ্রহ। রিয়াদ ব্যক্তিগত ৭৩ রানে আউট হলেও সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৭৫ রানের অনবদ্য ইনিংসে। বরিশালের দেওয়া বড় টার্গেট টপকাতে নেমে দুর্দান্ত ঢাকার ইনিংস থামে ১৪৯ রানে। আর তাতেই ৪০ রানের রোমাঞ্চকর জয়ে ঢাকা পর্ব শেষ করল তামিমের দল।

১৯০ রানের লক্ষ্যে নেমে ব্যাট হাতে হতাশই করেছে ঢাকার ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন অ্যালেক্স রস। এছাড়া কেউই আর রানের খাতা বড় করতে পারেননি। ফলে ৪০ রানের পরাজয় হজম করতে হলো স্বাগতিকদের। বরিশালের পেসার সাইফউদ্দিন ৩ উইকেট নেন। আজই প্রথম খেলতে নামা ক্যারিবিয় পেসার ওবেদ ম্যাকয় ২ উইকেট নেন। বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বরিশাল। অন্যদিকে টানা ৮ হারের পর আর কোনো সমীকরণেই প্লে-অফে খেলার সম্ভাবনা নেই ঢাকার।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। ৪ রান করেন তামিম, ১০ রান শেহজাদের। একই ওভারে ১ রান করা মুশফিককে ফেরান তাসকিন।

এরপর সৌম্যের সঙ্গী হন মাহমুদউল্লাহ, দুজন মিলে দলের হাল ধরলেন। চতুর্থ জুটিতে ১৩৯ রানের বিশাল পার্টনারশিপ গড়ে তোলে দুই অভিজ্ঞ ব্যাটার। জোড়া ফিফটি তুলে নেন দুজনই। ৩২ বলে ফিফটি করেন সৌম্য সরকার। এটি তার ষষ্ঠ বিপিএল ফিফটি, চলতি আসরের প্রথম।

এদিন ৪৭ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যাতে ছিল ৪টি ছক্কা ও ৭টি চারের মার। শরিফুলের ১৭তম ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। রিয়াদ ফিরলে শোয়েব মালিক ও সৌম্য ঝড় তোলেন। ৪৯ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। মালিক ৯ বলে ১৯ রান করেন। শরিফুল ও তাসকিন এদিন শিকার করেছেন দুটি করে উইকেট।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *