বরিশাল অফিস :: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে গাব গাছের ডালে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। রবিবার ১১ ফেব্রুয়ারী সকালে ডাকুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোগলবুনিয়া গ্রামে দুই সন্তানের জননী চঞ্চলা রানী (৪০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবসাদগ্রস্থ ছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হয়েছে। গতকাল রাত থেকে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজা খুঁজির পরে সকালে তাকে একটি গাব গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। তাৎক্ষণিক গলাচিপা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। স্বজনদের দাবি, বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত থাকায় আত্মহননের পথ বেছে নিয়েছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: ফেরদৌস আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।