শিরোনাম

দ্রুত এগুচ্ছে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ

Views: 54

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত এগুচ্ছে। চলতি বছরের জুনের মধ্যে প্রথম ইউনিটে উৎপাদন শুরু করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে পায়রা সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

২০১৯ সালের আগস্ট মাসে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লোন্দা গ্রামে ‘পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে’র নির্মাণ কাজ শুরু হয়। চীনের নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথভাবে প্রকল্পপটি বাস্তবায়ন করছে।

প্রকল্প এলাকায় কয়লা আনা নেয়ার জন্য জেটি নির্মাণ, মেইন ট্রান্সফরমারসহ প্রকল্পের মূল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনলোড করতে চীন থেকে আনা হয়েছে অত্যাধুনিক দুটি ক্রেন। এ ছাড়া প্রকল্প এলাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য অবকাঠামো নির্মাণও শেষ।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন জানিয়েছেন, বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। চলতি বছরের জুনে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন শুরু করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সম্ভব হবে বলে জানালেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *