বরিশাল অফিস :: বরিশাল জেলার বানরীপাড়া উপজেলায় বালুর জাহাজ থেকে রাকিব বেপারী (২২) নামের এক যুবক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
নিহত শ্রমিক রাকিব ওই একই উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইসরাফিল বেপারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল বানারীপাড়া থানার (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম, তিনি জানান, নিহত রাকিব তার একই উপজেলার বিশারকান্দি ইউনিয়নের এমডি তালুকদার নামীয় বালুর জাহাজে শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গ্রামের পুলিশ মোঃ মোস্তফা কামালের বসত বাড়ির সাবনে খালের ভিতরে নোঙ্গর করে রাখে বালুবাহী জাহাজ। আজ সকালে একই জাহাজের সুকানি রাসেল আকন দেখতে পান ইঞ্জিন রুমের মধ্যে ছাউনি লোহার সঙ্গে রাকিবের ব্যবহৃত তোয়ালে দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায়। তাৎক্ষণিক বিষয়টি বানরীপাড়া থানা জানালে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা,এ বিষয়ে থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তারপরও মৃত্যুর রহস্য উদঘাটনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাকিবের মরদেহ পাঠানো হয়েছে।