বরিশাল অফিস :: শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহি বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৫) ফেব্রয়ারী সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়।
২০২৪ সালের নির্বাচনে বরিশাল আইনজীবী সমিতি পরিষদের সভাপতি ও দুটি সাধারন সম্পাদক পদ সহ ১১টি কার্যকরি পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নিল প্যানেল দুটি দল থেকে ২২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রার্থীরা হচ্ছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে লড়াই করছেন এ্যাড. মোঃ গোলাম কবির বাদল ও সাধারন সম্পাদক পদে লড়ছেন এ্যাড. খান মোঃ মোর্শেদ।
এছাড়া সাদা প্যানেল থেকে সহ সভাপতি পদে অসিত রঞ্জন দাস, আমিরুল ইসলাম থান মঞ্জু,অর্থ সম্পাদক ১টি পদে মোঃ মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক ২টি পদে প্রদিপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ। প্যানেল থেকে সদস্য পদে নির্বাচন করছেন সজল মাহমুদ,মোঃ মিলন ভূইয়া,মোঃ সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র।
অপরদিকে প্রতিপক্ষ নিল প্যানেলের সভাপতি পদে নির্বাচন প্রতিদ্বন্ধিতা করছেন এ্যাড. সাদেকুর রহমান লিঙ্কন ও সাধারন সম্পাদক পদে নির্বাচন করছেন এ্যাড. মির্জা মোঃ রিয়াজ হোসেন।
নিল দলের অপর প্রাথীরা হচ্ছেন সহ সভাপতি পদে ২ জন অসিম কুমার বাড়ৈ ও মোঃ তরিকুল ইসলাম। অর্থ সম্পাদক ১টি পদে মোঃ ফরিদ উদ্দিন। যুগ্ম সম্পাদকের ২টি পদে মোঃ মনির হোসেন ও মোঃ রাকিব হাসান। সদস্য পদে লড়ছেন মোঃ রিয়াজুল হক,মোঃ মাইনুল ইসলাম সজল,আবুল খায়ের রতন ও ফাহাদ বিন আহসান।
আইনজীবী সমিতির এবারের নির্বাচনে একমাত্র হেভিওয়েট ভোটার এ্যাড. ইউসুফ হোসেন হুমাউন ও গোলাম আব্বাস চৌধুরী আলাল ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। ভোট দিতে আসেননি পাট ও বস্ত্র মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম আহবায়ক এ্যাড. মজিবর রহমান সরোয়ার,এ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন আইনজীবী সদস্য গণ।