শিরোনাম

পদ্মা সেতুর কারণে বরিশাল মূলধারার অর্থনীতির সাথে যুক্ত হয়েছে : ড. আতিউর রহমান

Views: 85

বরিশাল অফিস :: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশাল অঞ্চল দেশের মূলধারার অর্থনীতির সাথে যুক্ত হয়েছে। শিল্পোন্নয়নের পাশাপাশি বরিশালের কৃষি ব্যবস্থাপনা যন্ত্রনির্ভর হয়েছে। স্বাধীন বাংলাদেশের অর্থনীতিতে গত ৫০ বছরে এটি একটি বিস্ময়কর রূপান্তর।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের একটি হোটেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কৃতি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড. আতিউর রহমান আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের বিদ্যালয়। দেশের অর্থনীতিতে শিক্ষার্থীরা আগামীতে বড় ভূমিকা রাখবে। তাই বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হওয়া দরকার। মুখস্থ পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়।

তিনি বলেন,৫২ বছর আগে বাংলাদেশে মাত্র ৮ বিলিয়ন ডলার ছিলো। আমরা স্বপ্ন দেখছি আগামী ১৫ বছর পর বাংলাদেশ হবে এক হাজার বিলিয়ন ডলারের। শূন্য হাতে দেশের হাল ধরেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার মৃত্যুর পর দেশের অর্থনীতি তেমনভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্বগ্রহণের পর আজ দেশের অর্থনীতি এগিয়ে গেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২২ বিভাগ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক পাস করা ৭০ জনকে সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য বরিশালে আসেন ড. আতিউর রহমান।

মতবিনিময় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী। বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ইউনুস আলী সিদ্দিকী, ববি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম,

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম,শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাতেন চৌধুরী, কৃতি শিক্ষার্থী আরিফা রহমান, রিয়াদ মোরশেদ প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *