বরিশাল অফিস :: অলিম্পিক যুব গেমস ২৩-এ স্বর্ণপদক জয়ী দেশের তরুণ নারী কারাতেদের আইকন ঝালকাঠির নলছিটির কৃতী সন্তান মিথিলা আহমেদ মৌকে সংবর্ধনা দিয়েছেন ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। গত মঙ্গলবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকে অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামের মো. মিলন হোসেন ও শাপলা আক্তারের ছোট মেয়ে মিথিলা আহমেদ মৌ। ২০০৮ সালের ১৩ অক্টোবর নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামে মিথিলা জন্মগ্রহণ করেন। তার বাবা কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই ভাই-বোনের মধ্য মিথিলা ছোট। সে এ বছর নলছিটি উপজেলার তালতলা বিজি ইউনিয়ন একাডেমি থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে মিথিলার যাত্রা শুরু হয়।
একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেলসহ সবশেষ ভিকারুন্নেসা কারাতে প্রতিযোগিতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়া ২টি ব্রোঞ্জ ও ৩টি সিলভার মেডেল অর্জন আছে তার ঝুলিতে। তার সফলতা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জ্যোতি ছড়াচ্ছে।
মিথিলা আহমেদ মৌ বলেন, সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত। আমি চাই আমার মতো ঝালকাঠির কিশোর-কিশোরীদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস সৃষ্টিতে কারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। এই প্রশিক্ষণ গ্রহণ করলে নিজের আত্মরক্ষা নিজ থেকে সহজেই করা যায়। শক্রর মোকাবিলা করতেও নারীদের কারাতে প্রশিক্ষণ খুবই জরুরি।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, মিথিলা আহমেদ মৌ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ পদক বিজয় অর্জন করেছে, এটি একটি অন্যরকম অনুভূতি। ঝালকাঠি জেলাবাসীর বড় একটি প্রাপ্তি।