শিরোনাম

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের প্রাধান্য

Views: 125

বরিশাল অফিস :: বরিশাল ঐতিহ্যবাহি আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সহ সভাপতি, সাধারন সম্পাদক,অর্থ সম্পাদক,যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্য সহ ১১টি কার্যকরি পরিষদের ১০টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিশাল বিজয় লাভ করেছে। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাহী সদস্য ১টি পদে জয়লাভ করেছে।

শুক্রবার (১৬) ফেব্রয়ারি) নির্বাচন পরিচলনা কমিটির আহবায়ক এ্যাড. লস্কর নুরুল হক ও সদস্য সচিব এ্যাড. রফিকুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করেন।

নির্বাচনের ফলাফলে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী এ্যাড. মোঃ গোলাম কবির বাদল ৪৩৯ ভোট পেয়ে বিজয়ি হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এ্যাড. সাদিকুর রহমান লিঙ্কন পেয়েছে ৩৩ ভোট।

সহ সভাপতি দুটি পদে আমিরুল ইসলাম মঞ্জু ৪৫৯ ভোট ও অসিত রঞ্জন দাস ৪৫ ভোট পেয়ে বিজয়ি হয়েছে। নিকটতম ফোরামের প্রার্থী অসিম কুমার বাড়ৈ ৩৪৬ ও মোঃ তরিকুল ইসলাম ২৫১ ভোট পেয়েছে।

সম্পাদক পদে খান মোঃ মোর্সেদ ৩৯৬ ভোট পেয়ে বিজয়ি হয়েছে। প্রতিদ্বন্ধি প্রার্থী ফোরামের মির্জা মোঃ রিয়াজ হোসেন ৩৮১ ভোট পেয়ে পরাজিত হয়েছে। অর্থ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান টিটু ৪৯০ ভোট পেয়ে জয়লাভ করে প্রতিপক্ষ মোঃ ফরিদ উদ্দিন (২৯৭) পরাজিত করে।

যুগ্ম সম্পাদক দুটি পদ আওয়ামী আইনজীবীর ঘড়েই রয়েছে বিজয়ি প্রার্থীরা হচ্ছেন ইমতিয়াজ আহমেদ পেয়েছে ৫০৩ ভোট ও প্রদীপ কুমার রায় উজ্জল ৪৬৯ ভোট। প্রতিপক্ষ ফোরামের মোঃ মনির হোসেন ২৮১ ভোট ও মোঃ রাকিব হাসান২৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

নির্বাহী সদস্য ৪টি পদের তিনটিতে আওয়ামী আইনজীবী পরিষদ ও ১টি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়লাভ করেছে।
মোঃ মিলন ভূইয়া সর্ব্বচ ৫০৯ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে জয়লাভ করে। অন্যদিকে ফোরামের মোঃ মাইনুল ইসলাম সজল ৪৩৮ (২), (৩) মোঃ সোহেল রানা শান্ত ৪৩৩, ও নুপুর
রানি ভদ্র ৪১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *