মো: আল-আমিন (পটুয়াখালী): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই পটুয়াখালীর দুমকিতে উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। চলতি মাসের শেষ বা মার্চ মাসের প্রথম দিকে তফসিল ঘোষণার আভাসে উপজেলার প্রত্যন্ত এলাকায় নির্বাচনী আলোচনায় সরব হয়ে উঠেছে সাধারণ মানুষ। এবার দলীয় প্রতীক না থাকার কেন্দ্রীয় ঘোষণায় তৃণমূলের নেতাকর্মী ও প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে। প্রার্থী মনোনয়নের দ্বিধাদ্বন্দ্ব এড়াতে দলীয় মার্কাবিহীন নির্বাচনে পছন্দের প্রার্থীকে সমর্থনের সুযোগ পেয়ে তৃণমূলের নেতাকর্মীরাও বেজায় খুশি।
আ.লীগের প্রতীক না থাকলেও ক্ষমতাসীন আ.লীগের অন্তত হাফ ডজন প্রার্থীর নাম আলোচনায় এসেছে। দিনে-রাতে এসব সম্ভাব্য প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও সমর্থন আদায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আসন্ন উপজেলা নির্বাচনে দলমত নির্বিশেষে আলোচনার রয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ব্যবসায়ী ও সমাজ সেবক এডভোকেট মেহেদী হাসান মিজান। নির্বাচনে হারলে সাধারণত অনেকেই মাঠ ছেড়ে চলে যান কিন্তু মেহেদি হাসান মিজানের বেলায় হয়েছে উল্টো। তুমুল প্রতিদন্ধিতাপূর্ণ নির্বাচনে স্বল্প ব্যবধানে হারলেও তিনি রাজনীতির মাঠ ছা্ড়েননি। বরং এই পাঁচ বছর মানুষের সুখ-দুঃখে ছুটে গেছেন। বিভিন্ন ধরণের জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
এ কারণে তার পক্ষে সর্ব মহলে জোর আলোচনা চলছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার নিজ গ্রামের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে।
তিনি ছাড়াও নির্বাচনের মাঠে বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, জেলা কৃষকলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, মাল্টা প্রবাসী আওয়ামী লীগের সহ-সভাপতি কাওসার আমীন হাওলাদার গণসংযোগ চালাচ্ছেন।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেতা মো. রেজাউল হক রাজন ও আবুল বাশার, তিতাস গ্যাসের সাবেক ডিজিএম সরদার আ. রশিদ, ব্যবসায়ী ফিরোজ আলম মৃধা, মহিলা আ.লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মহিলা আ.লীগ নেত্রী নাজমুন নাহার শিরিণ, তাহেরা আলী রূমা প্রার্থী হতে পারেন।
বিএনপির প্রার্থিতার ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল বলে জানান সম্ভাব্য প্রার্থীরা।