বরিশাল অফিস :: বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পরে মাদ্রাসায় ছাত্র হাফেজ সাব্বির হোসেন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই সাথে অধ্যায়নরত ঢাকার মোহাম্মদ বায়তুল আমান মাদ্রাসায় শিক্ষকতা করতেন ।
উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র হাফেজ মোঃ সাব্বির হোসেন ঢাকা হাজারীবাগ এলাকার বাসিন্দা মোঃ মাহতাব হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল হিজলা নৌ পুলিশের পরিদর্শক মো: তরিকুল ইসলাম তিনি জানান, বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন সাব্বির। বুধবার দুপুরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে নদীতে ডুবে নিখোঁজ হন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে একটি ইটভাটার পাশে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখতে পেলে নৌ পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান,সাব্বিরের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা চরহোগলা গ্রামের তবে তিনি ছোটবেলা থেকে ঢাকায় হাজারীবাগ এলাকায় বসবাস করতেন। তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করতেন একই সাথে সেই মাদ্রাসায় শিক্ষকতা করতেন।