শিরোনাম

বরিশালে উপজেলা নির্বাচনে নতুন প্রার্থীদের প্রচারনা

Views: 83

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই উপজেলা পরিষদের নির্বাচন ঘোষণায় মাঠে নেমেছেন বরিশালের সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে মাঠপর্যায়ে এখন পর্যন্ত যারা বিরামহীন গণসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু করেছেন তারা সকলেই নতুন মুখের প্রার্থী। তাই ভোটারদের কাছেও তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা লক্ষ্য করা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলায় একাধিক প্রার্থীদের নাম শোনা গেলেও মাঠপর্যায়ে দিন-রাত সমানতালে প্রচার-প্রচারনার সরগরম করে রেখেছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ও বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া। সেক্ষেত্রে সাধারণ ভোটারদের কাছ থেকেও তিনি ব্যাপক সাড়া পাঁচ্ছেন।

সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন। সেই লক্ষ্যে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গৌরনদীকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দিকনির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করতে চাই। তিনি আরও বলেন, ব্যক্তি উদ্যোগে মানুষের কল্যাণে কাজ করা যায়। তবে সার্বিকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নেই। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকায় কাজ করছি।

একইভাবে দিনরাত একাকার করে নির্বাচনী মাঠে গণসংযোগ শুরু করেছেন বরিশাল সদর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা এসএম জাকির হোসেন ও যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। উজিরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা এবং বাবুগঞ্জ উপজেলা পরিষদের সম্ভাব্য নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *