মো: আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর দশমিনায় ঘুষগ্রহণ করে আদালতে পুলিশ মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবেদন মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছে এক পরিবার।
আজ (রোববার) দুপুর ১২টায় উপজেলার গালস্ স্কুল-সংলগ্ন ওই পরিবারের বাস ভবনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মোসা: হাসনা হেনা লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘আমার ঘরে অনধিকার প্রবেশ করে শারীরিক নির্যাতন ও ঘরের মালামাল ভাঙচুর এবং আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন সিকদার আব্দুল মালেক। পরে আমার ছোট ছেলে ওলিউল্লাহের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে আমাকে হাসপাতালে ভর্তি করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবোনাল পটুয়াখালী আদালতে আমি আব্দুল মালেকে আসামি করে মামলা দায়ের করি। আদালত দশমিনা থানা পুলিশকে এজাহার নেয়ার নির্দেশ দেন। পরে থানা পুলিশ মামলার আসামির থেকে মোটা অঙ্কের ঘুষ বানিজ্য করে এবং আমার সত্য ঘটনাকে মিথ্যা বানিয়ে আদালতে প্রতিবেদন দিয়েছেন। আমি থানা পুলিশের বিচার দাবি জানাই এবং পুনরায় তদন্ত ও সত্য ঘটনার সাথে জড়িত সিকদার আব্দুল মালেকের বিচারের দাবি জানাই।’
এ সময় উপস্থিত ছিলেন হাসনা হেনার স্বামী মো: তুহিন ইসলাম, প্রত্যক্ষদর্শী মোসা: রোজিনা বেগম ও মরিয়ম বেগম।