শিরোনাম

সরকার গঠনে একমত হতে পারেনি নওয়াজ ও বিলাওয়ালের দল, বৈঠক আজ

Views: 127

চন্দ্রদীপ ডেস্ক : পাকিস্তানে জোট সরকার গঠন নিয়ে এখনো একমত হতে পারেনি কোনো দল। ক্ষমতা ভাগাভাগির ফর্মূলা নিয়েও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি। শনিবার দুই দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয় কমিটির (সিসিসিএস) তৃতীয় বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দলগুলোর গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানিয়েছে ডন ডট কম।

সূত্রের বরাতে ট্রিবিউন এক্সপ্রেস বলেছে, পিএমএল-এন ও পিপিপি জাতীয় নির্বাচনে বিভক্ত ম্যান্ডেটের পরে সরকার গঠনের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। উভয় দলই জোট সরকার গঠনের জন্য প্রথমে ১২ ফেব্রুয়ারি বৈঠক করার সিদ্ধান্ত নেয়। একমত হওয়ার জন্য আজকের বৈঠকটি হবে চতুর্থ।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে। কারণ পিএমএল-এন আগামীকাল পিপিপি, পিএমএল-কিউ, এমকিউএম-পি এবং পিটিআই-পার্লামেন্টারিয়ানদের সঙ্গে বৈঠক করতে চলেছে৷

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *