শিরোনাম

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়াকে টপকে গেল ভারত

Views: 59

চন্দ্রদীপ ডেস্ক : হায়দরাবাদে প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও ইংল্যান্ডকে হারাতে পারেনি ভারত। এরপর সেখান থেকে ভারত ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। বিশাখাপত্তনম, রাজকোট—দুই ভেন্যুতে ইংল্যান্ডকে তিন অঙ্কের ব্যবধানে হারিয়েছে ভারত। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে ভারতীয়দের।

রাজকোটে গতকাল চতুর্থ দিনেই শেষ হয়েছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়েছে ভারত। যা রানের হিসেবে নিজেদের টেস্ট ইতিহাসে ভারতের সর্বোচ্চ রানে জয়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন ভারত। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে টপকে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ভারত। ৭ ম্যাচে ৪ জয়, ২ পরাজয় ও ১ ড্রয়ে ৫০ পয়েন্ট এখন ভারতের। সাফল্যের হার ৫৯.৫২ শতাংশ। ৫৫ শতাংশ সফলতা নিয়ে তিনে অস্ট্রেলিয়া।

অন্যদিকে গত পরশু দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে নিউজিল্যান্ড। ৯২ বছরের আক্ষেপ ঘোচানোর পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কিউইরা। ৪ ম্যাচে ৩ জয়ে ব্ল্যাকক্যাপসদের সাফল্যের হার ৭৫ শতাংশ। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। এশিয়ার দলটি এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ২ টেস্টে ১টি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। সাফল্যের হার ৫০ শতাংশ। বাংলাদেশ টেস্ট দুটি ঘরের মাঠে খেলেছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বরে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *