শিরোনাম

শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে এখনও উত্তপ্ত পবিপ্রবি

Views: 52

মো: আল-আমিন (পটুয়াখালী): শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে শিক্ষকদের অবস্থান ধর্মঘট ও ক্লাস বর্জন কর্মসূচি চলছে। অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে তদন্ত কমিটিকে বলা হচ্ছে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে।

পুষ্টি ও বিজ্ঞান অনুষদের শিক্ষক নজরুল ইসলামকে লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার সকাল থেকেই ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীরা। ভবনে তালা দিয়ে বিভিন্ন শ্লোগানে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

অন্যদিকে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষকরা। ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দেন তারা।
এমন পরিস্থিতিতে দুপুর দেড়টায় আন্দোলনরত শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য।

পরে তিনি জানান, তদন্ত কমিটি গঠনসহ অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এরপরই আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। তবে কার্যকরী ব্যবস্থা নেয়া না হলে তিনদিন পর আবারো আন্দোলন শুরুর হঁশিয়ারি দেন তারা।

এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে প্রশাসনিক কর্মকর্তা শামসুল হকের হাতে লাঞ্ছিত হন পুষ্টি ও বিজ্ঞান অনুষদের শিক্ষক নজরুল ইসলাম।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *