Views: 67
চন্দ্রদীপ নিউজ: ঢাকা থেকে শুরু হয়ে সিলেট ঘুরে ঢাকা ফিরে এবার চট্টগ্রাম। বিপিএলের দশম আসরে বন্দরনগরী পর্ব শেষ। এরপর ঢাকা ফিরে শেষ হবে এবারের টুর্নামেন্ট। সে অর্থে বলা যায়, শেষ ঘণ্টা বেজে গেছে বিপিএলের।
টুর্নামেন্টের এমন অবস্থায় কোন দলের অবস্থান কোথায় আর শেষ চারের সমীকরণই বা কী?
১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। এতে শুধু প্লে-অফ নয়, বরং শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করে প্রথম কোয়ালিফায়ার খেলাও নিশ্চিত করে ফেলেছে তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬ উইকেটে হারায় শীর্ষে থেকে পরের পর্বে যাওয়া হলো না রংপুর রাইডার্সের। তবে কুমিল্লা পরের দুই ম্যাচের একটি হারলেও পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকবে রাইডার্স।
১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা। একই সঙ্গে প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তাদের। এখন ২৩ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটি জিতলে শীর্ষে যাওয়ার সুযোগ আছে তাদের। তবে দলটির নিশ্চিত হয়েছে রংপুরের সঙ্গে কোয়ালিফায়ার খেলা।
১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলেও প্লে-অফ নিশ্চিত নয় বরিশালের। ২৩ ফেব্রুয়ারি কুমিল্লার বিপক্ষে জিতলে শেষ চার নিশ্চিত হবে তাদের। হারলেও অবশ্য সুযোগ থাকছে বাড়তি রান রেটের কারণে। খুব বড় ব্যবধানে না হারলে চট্টগ্রাম ও খুলনা দুই দলের চেয়ে নেট রান রেটে পিছিয়ে পড়ার আশঙ্কা নেই তামিম ইকবালের দলের। তবে কুমিল্লা আজ রংপুরের বিপক্ষে হারায় প্লে-অফ পর্ব নিয়ে ব্যাকফুটে চলে গেছে বরিশাল।
প্লে অফের শেষ দলের লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ খুলনা টাইগার্সকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে। ১২ ম্যাচে ৭ জয়ে এখন ১৪ পয়েন্ট চট্টগ্রামের। ১১ ম্যাচে ৫ জয়ে খুলনার পয়েন্ট ১০। আজকের ম্যাচে চট্টগ্রাম জিতে শেষ চার নিশ্চিত করেছে। এখন খুলনার আরো একটি সুযোগ থাকবে বটে, তবে সিলেটের বিপক্ষে নিজেদের বড় ব্যবধানে তো জিততেই হবে, সঙ্গে কুমিল্লার বিপক্ষে বরিশালের বড় ব্যবধানে হার কামনা করতে হবে।
সিলেট আর ঢাকার কথা বলার অপেক্ষা রাখে না। টানা ১১ হারে সবার আগে বিদায় নিয়েছে ঢাকা। ১১ ম্যাচে ৭ হারে সিলেটদের বিদায়ও নিশ্চিত। তবে সিলেট-খুলনা ম্যাচটি প্লে অফ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।