বরিশাল অফিস :: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ধান ক্ষেতে ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) সকালে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক গৌরাঙ্গ হালাদার (৫২) একই গ্রামের যুদিষ্ঠী হালদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল উজিরপুর থানার ওসি জাফর আহমেদ তিনি বলেন, কৃষক গৌরাঙ্গ হালদারের জমিতে ইরি ধানক্ষেত নষ্ট করে ফেলে ইদুর তাই ইঁদুর মারতে খোলা তারের বিদ্যুৎতের সংযোগ দেয়। খুব সকালে তারের সঙ্গে কোন ইঁদুর মারা গেছে কিনা দেখতে গেলে। তারের আগে থেকে সংযোগ বন্ধ না করায় একই তারে ভুলে হাত দিলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয় । পড়ে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা করা হয়েছে ।