Views: 58
চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় মাস তিনেক আগে ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আনা হয়। সেখানে তিনি ১৭টি মামলার বন্দি হিসেবে ছিলেন। তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই বাছাই করে বুধবার বিকেল ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।