শিরোনাম

বরিশালে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

Views: 43

বরিশাল অফিস :: নানা আয়োজনে পালিত হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্থাবক অর্পন শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনন্দ র‌্যালির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. একে আজাদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. গুলশান আরা লতিফা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। র‌্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শুরু হয়।

বরিশাল-কুয়াকাটা মহসড়ক থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভাগের নাম সম্বলিত ব্যানার বহন করে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে ক্যাম্পাস। অনেকে আবার বিভিন্ন ধরনের লেখা নিয়ে প্লাকার্ড বহন করে। বাজানো হয় ভেপু। ২০১১ সালের ২২ ফেব্রয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সদর উপজেলার কর্ণকাঠীতে ৫০ একর জমিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

২০১২ সালের ২৪ জানুয়ারি বরিশাল জিলা স্কুলের। একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় কার্যক্রম। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ৩০টি বিভাগে ১০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত। এছাড়া ২১০ জন শিক্ষক, ১২১ জন কর্মকর্তা এবং ১৫২ জন কর্মচারী রয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ বিভাগের ছয় জেলার দর্শনীয় স্থানকে অগ্রাধিকার দিয়ে এবং শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে গুরুত্ব দিয়ে শিঘ্রই শুরু হচ্ছে ট্যুরিজম ও ফার্মেসী বিভাগ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *