শিরোনাম

দুমকীতে সড়ক সংস্কারের নামে চরম ভোগান্তিতে মানুষ

Views: 45

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার দুমকি উপজেলায় সংস্কারের নামে চলছে চরম জনভোগান্তি।মুরাদিয়া ইউনিয়নের অবহেলিত একটি সড়ক বোর্ড অফিস বাজার থেকে কলবাড়ি বাজার পর্যন্ত এই রাস্তাটিতে যাতায়াতে চরম কষ্টে আছে মানুষ।

গত দেড় বছর আগে থেকে রাস্তার সংস্কারের কাজ শুরু হয়। ঠিকাদার রাস্তায় নিম্নমানের ইটের খোয়া ( চুলার পোড়া মাটি) ফেলে রেখেছে এক বছর হয়েছে। এখন পর্যন্ত রাস্তাটি পুরোপুরি সংস্কার করা হয়নি। ঠিকাদারের কোন খোঁজখবর নেই।

সড়ক বা রাস্তা তৈরি সংস্কার মানুষের চলাচলের সুবিধার্থে হলেও এখানে চিত্র উল্টো। এ সড়কের পাশে আছে বিভিন্ন ধরনের শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান। ছাত্র ছাত্রী ও পথচারীদের বর্তমানে রাস্তা দিয়ে কোন মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না। যখন রাস্তায় গাড়ি চলাচল করে তখন মানুষ আর রাস্তার পাশে দাঁড়াতে পারে না। এমন কি, যারা গাড়ির ভিতরে থাকে তাদের জামা-কাপড় ধুলোর কারণে দূষিত হয়। এই রাস্তাটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত বায়ু দূষিত হচ্ছে।

এ বায়ুদূষণ শ্বাসনালির সংক্রমণ, হৃদরোগ, দীর্ঘস্থায়ী ফুসফুসীয় ব্যাধি, স্ট্রোক এবং ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের কারণ।

এই বায়ু দূষণের কারণে রোগ-ব্যাধি হলে এর দায়ভার নিবে কে? সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী শিক্ষার্থী ও জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের হস্তক্ষেপ গ্রহণ করার দাবী স্থানীয়দের।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *