বরিশাল অফিস :: স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আগামী ২৫ ফেব্রুয়ারীর সম্মেলন বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন ডক্টর ও ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে তারা।
বিক্ষোভকারীরা জানায়, স্বাচিপের পকেট কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারী নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সভা করা হবে। বরিশাল বিভাগের সকল সিনিয়র চিকিৎসক নেতৃবৃন্দ, ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে এড়িয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেটা কোনভাবে মেনে নেয়া হবে না। আমরা সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটি গঠন করার দাবী জানাচ্ছি। উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে স্বাচিপের এই কমিটি রয়েছে। তাদের বিরুদ্ধে চিকিৎসকদের বদলী বানিজ্যসহ বিভিন্ন অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা।