শিরোনাম

ঝালকাঠিতে সহস্রাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

Views: 58

বরিশাল অফিস :: ঝালকাঠির রাজাপুরের গালুয়া দুর্গাপুর গ্রামের মৃত রহমান খানের ছেলে কৃষক হেমায়েত উদ্দিনের ৬০ শতাংশ জমির বিভিন্ন প্রজাতির সহস্রাধিক সবজি গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতের যে কোনো সময় এমন ঘটিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক হেমায়েত উদ্দিন খান বলেন, প্রায় দেড় লাখ টাকা খরচ করে সড়ক সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জমিতে করলা, বেগুন, চাল কুমড়া রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফুল ও করলা এবং বেগুন আসতে শুরু করেছিল।

রাতের আঁধারে ফুল ও ফল আসা প্রায় ৫০০ করলা গাছ, ৪০০ চাল কুমড়া ও ২০০ বেগুন গাছ ছিঁড়ে উপড়ে নিয়েছে। এর বিচার দাবি করেছেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।

স্থানীয় গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, বিষয়টি দুঃখজনক। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *