শিরোনাম

গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুটা ভালোই করেছে বরিশাল

Views: 58

বরিশাল অফিস :: বিপিএলে দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে বল করছে ফরচুন বরিশাল। এই ম্যাচের উপর অনেকটাই নির্ভর করছে বরিশালের প্লে অফ ভাগ্য। যেখানে তাদের মেলাতে হবে বেশ কিছু সমীকরণ। ঠেকাতে হবে বড় ব্যবধানে হার। এখন পর্যন্ত ৮ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। দলীয় ২৪ রানেই নিজেদের প্রথম উইকেট হারায় কুমিল্লা। এরপর দলীয় ৩৮ রানে নিজের প্রথম বলেই কুমিল্লার ইনফর্ম ব্যাটার লিটনকে সাজঘরের ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বরিশালের হয়ে তৃতীয় উইকেটটিও নিয়েছেন তাইজুল, ফিরিয়েছেন মাহিদুল ইসলাম অংকনকে।

এ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বরিশাল। একাদশে সুযোগ পেয়েছেন আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম ও আকিভ জাভেদ। বাদ পড়েছেন থমাস ব্যান্টন, খালেদ আহমেদ ও কেশব মহারাজ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্গন, তাওহীদ হৃদয়, ম্যাথিউ ফোর্ড, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এনামুল হক, মুসফিক হাসান ও তানভীর ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, তাইজুল ইসলাম, আকিভ জাভেদ, সৌম্য সরকার, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *