মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার বাউফলে কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মো. শাহীন শরীফ প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।
ওই উপ-নির্বাচনে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তাদের মনোনয়ন বৈধতা পেয়েছেন। তবে মেজবাহ আহসান খুররাম নামে এক প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকি পাঁচজনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আ. মালেক মিয়া পেয়েছেন ঘোড়া প্রতীক, কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কালাম আজাদ (তুহিন) পেয়েছেন আনারস, প্রয়াত চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর ভাই ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জিয়া উদ্দিন সুজন পেয়েছেন টেবিল ফ্যান, মো. এনামুল হক (অপু) পেয়েছেন অটোরিকশা ও লতুফা বেগম পেয়েছেন চশমা প্রতীক।
উল্লেখ্য, গত বছর ১৪ আগস্ট ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু মারা যান। পরে শূন্য পদে চলতি বছরের ২৪ জানুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আাগমী ৯ মার্চ এ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ ইউনিয়নে ২৭ হাজার ৪শ ৪২ জন ভোটার রয়েছেন। ১০টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ বলেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত ভোটগ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করবেন। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।