শিরোনাম

পটুয়াখালী জেলা বার নির্বাচনে ৯ পদেই লড়ছে বিএনপি

Views: 58

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৯টি পদের পূর্ণ প্যানেলে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

আগামী ২৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৪-২০২৫ খ্রি. মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সভাপতি পদে এটিএম মোজাম্মেল হোসেন তপন,  সহ-সভাপতি পদে মো. মিজানুর রহমান পিকু, সাধারণ সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক দুটি পদে মো. মিজানুর রহমান হীরন ও মো. মেহেদী হাসান উজ্জ্বল, লাইব্রেরি সম্পাদক পদে মো. রুহুল আমীন,  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে গাজী মো. আল আমীন ও  দুটি সদস্য পদে মো. জসিম উদ্দীন এবং মো. আমির হোসাইন।

নির্বাচন  সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রবীণ আইনজীবী আনছার আলীকে চেয়ারম্যান করার জন্য ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের  তফসিল মোতাবেক  ১৯শে ফেব্রুয়ারি  প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ২ল৯শে ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।  নির্বাচনে ৫১৯ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *