মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
সভায় নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা প্রশাসক।
আচরণবিধি নিয়ে তিনি বলেন, পৌরসভা নির্বাচনে সিসি ক্যামেরার কন্ট্রোল রুমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন অফিসের একজন করে প্রতিনিধি সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
একজন মেয়র প্রার্থী দুই থেকে তিনটি মোটরসাইকেল ব্যবহার করতে পারবে। তবে কোনো মোটরসাইকেল মহড়া দিতে পারবে না বলে নির্দেশনা দেন তিনি।
কোনো প্রার্থী যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারে এ জন্য জেলা প্রশাসনের পক্ষে সার্বক্ষণিক মোবাইল টিম থাকবে বলেও জানান জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা।
উল্লেখ্য, আগামী ৯ মার্চ পটুয়াখালী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন।