বরিশাল অফিস :: ঝালকাঠির নলছিটিতে চলতি এসএসসি ও সমমানের গণিত পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশ করায় মিজান আকন (২২) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ ফেব্রুয়ারি) নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ছাড়া বিভিন্ন অভিযোগে ওই কেন্দ্রের দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল ইসলাম এ দণ্ড দেন বলে জানিয়েছেন বি.জি ইউনিয়ন একাডেমি কেন্দ্রের সচিব মো. ফারুক আহমেদ খান।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- বি.জি ইউনিয়ন একাডেমির ধর্মীয় শিক্ষক রিপন চ্যাটার্জি ও কম্পিউটারের শিক্ষক রেজাউল করিম।
প্রসঙ্গত, এ নিয়ে চলতি এসএসসি পরীক্ষায় এই কেন্দ্রে মোট ছয়জন শিক্ষককে অব্যাহতি ও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।